প্রথমবারের মতো অস্ট্রেলিয়া যাচ্ছে নেমেসিস
শ্রোতাপ্রিয় ব্যান্ড নেমেসিস প্রথমবারের মতো কনসার্ট করার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে। ২৭ জুন দলটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ বলেন, দেশের বাইরে এটাই আমাদের প্রথম অফিসিয়াল ট্যুর। ব্যান্ডের সদস্যরা খুবই এক্সাইটেড। সেখানে প্রাথমিকভাবে দুটি কনসার্ট কনফার্ম হয়েছে। আরও বেশকিছুর কথা চলছে। ২৯ জুন মেলবোর্ন ও ৬ জুলাই সিডনিতে কনসার্ট করবে নেমেসিস। বর্তমানে দেশে দলটি কনসার্ট নিয়ে ব্যস্ত সময়...