দেড় মাসের কনসার্ট ট্যুরে কানাডা যাচ্ছেন জেমস
গত মাসে লন্ডনে কনসার্ট ট্যুরে গিয়েছিলেন নগর বাউল জেমস। এবার ৮টি কনসার্ট করতে কানাডা যাচ্ছেন তিনি। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, আগামী ১৮ জুন কানাডার উদ্দেশে দেশ ছাড়বেন জেমস। এরপর ২২ জুন টরেন্টো, ৩০ জুন ভ্যানকুভার, ৬ জুলাই ক্যালগারি, ১৩ জুলাই সাসকাচুয়ান, ২০ জুলাই অন্টারিওর বন্দর শহর হ্যামিলটন, ২১ জুলাই উইন্ডসর, ২৭ জুলাই মনকটন ও ২৮ জুলাই মন্ট্রিয়ালে স্টেজ...