অসহায় শিশুর জীবন বাঁচাতে যা করলেন সোনু সোদ
মানবিক কাজের জন্য বারবার আলোচনা এসেছেন বলিউড অভিনেতা সোনু সোদ। অভিনেতা হিসেবেই মানুষ তাকে চিনলেও। তবে অভিনয়ের থেকেও সমাজকল্যাণমূলক কাজের জন্য বেশি নামডাক সোনু সুদের। বৈশ্বিক মহামারীর সময় থেকেই জনসেবার দিকে মন দিয়েছেন তিনি। তাকে গরীবের ত্রানকর্তা বলা হয়ে থাকে। দুইহাত উজার করে দান করেন অসহায়দের।
এবারও আবারো মহানুভবতার পরিচয় দিলেন এই অভিনেতা। ভারতের জয়পুরের একটি ২২ মাস বয়সী ছেলের জীবন...