নাট্যপালা-স্বপ্নদলের যৌথ নাট্য আয়োজন
বিশিষ্ট নাট্যকার-নাট্যতাত্ত্বিক বাদল সরকারের ১৩তম প্রয়াণবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন নাট্যপালা এবং স্বপ্নদল বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে দুই দিনব্যাপী যৌথভাবে আয়োজন করছে দু’দিনব্যাপী ‘নাট্যপালা-স্বপ্নদল বাদল সরকার নাট্য-অয়োজন ২০২৪’। এতে গতকাল সন্ধ্যা সাতটায় নাট্যপালার পরিবেশনায় তোসাদ্দেক হোসাইন মান্নার নির্দেশনায় বাদল সরকারের ‘বাঘ’ প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যা সাতটায় থাকছে বাদল সরকারের মূলরচনা অবলম্বনে জাহিদ রিপনের রূপান্তর ও নির্দেশনায় দেশ-বিদেশে প্রশংসিত...