ইউটিউবার ও তথাকথিত সাংবাদিকদের এফডিসিতে নিষিদ্ধ করার দাবি অঞ্জনার
এফডিসিতে ইউটিউবার ও তথাকথিত নামধারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানিয়েছেন চিত্রনায়িকা অঞ্জনা। গত বৃহ¯পতিবার ফেসবুকে দেয়া তার এক পোস্টে তিনি এই দাবি জানান। পোস্টে এফডিসিতে প্রবেশাধিকার আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন তিনি। পোস্টে অঞ্জনা লিখেন, এফডিসিতে ইউটিউবার ও তথাকথিত নামধারী সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হোক। এফডিসিতে প্রবেশাধিকার আরও কঠিনতর করা হোক এই দাবি চলচ্চিত্রের শিল্পীদের। কারণ, যে কেউ সাংবাদিক পরিচয়ে...