শুধু পরিচালনায় মনোযোগ, অভিনয়ে ফিরবেন না জনি ডেপ!
ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনে ছবি পরিচালনায় মনোযোগ দিয়েছেন জনি ডেপ। অভিনয় জীবনে কি আর ফিরবেন না জনি ডেপ? এই প্রশ্ন এখন ঘুরছে ভক্তদের মনে। জনি ডেপ বর্তমানে ব্যস্ত তার পরিচালিত ছবি ‘মোদি’ নিয়ে। ইটালির চিত্রকর আমেদেও মোদিগ্লিয়ানির জীবন নিয়ে নির্মাণ করা হচ্ছে এই ছবি। বর্তমানে ছবি সম্পাদনার কাজ চলছে। প্রায় ২৫ বছর পরে পরিচালকের আসনে নিজেকে ফিরে পেয়ে খুশি...