ফুলেছে ঠোঁট, তুমুল কটাক্ষের মুখে হেমাকন্যা এষা
চলমান লোকসভা নির্বাচনের প্রার্থী বলিউড অভিনেত্রী হেমা মালিনীর সাথে বর্তমানে প্রচারণায় ব্যস্ত তার দুই কন্যা এষা ও অহনা দেওল। দ্বিতীয় দফায়, আগামী ২৬ এপ্রিল ভোট আছে মথুরায়। কৃষ্ণ জন্মভূমি মথুরার দুবারের বিজেপি সাংসদ হেমা মালিনী। এবার হ্যাটট্রিকের জন্য লড়াই করছেন। সেই প্রচারে মায়ের পাশে থাকতে এদিন মথুরায় চলে গিয়েছেন দুই মেয়ে। সেখানে তারা সাংবাদিকদের মুখোমুখি হন দুই বোন।
তবে এষা দেওলের...