প্রথমবার উপস্থাপনায় ইমরান
প্রথমবারের মতো উপস্থাপনা করলেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। ঈদে এটিএন বাংলার গানের একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। অনুষ্ঠানের নাম ‘ইমরান শো- বকুল ও চন্দনে, গানের বন্ধনে।’ অনুষ্ঠানে কবির বকুলের লেখা ও চন্দন সিনহার গাওয়া পুরোনো সাতটি গান এ প্রজন্মের ১০ জন জনপ্রিয় শিল্পীর কণ্ঠে শোনা যাবে। উপস্থাপনার পাশাপাশি ইমরান নিজেও চন্দন সিন্হার গাওয়া একটি গান পরিবেশন করবেন। পুরো...