আরও ‘লর্ড অব দ্য রিংস’ ফিল্মের প্রস্তুতি নিচ্ছে ওয়ার্নার ব্রাদার্স
জে. আর. আর. টলকিনের অ্যাডভেঞ্চার রূপকথা ‘লর্ড অফ দ্য রিংস’ অবলম্বনে এ যাবত কত যে সিরিজ ফিল্ম আর এনিমেশন নির্মিত হয়েছে তার তালিকা দীর্ঘ। শুধু পিটার জ্যাকসন ‘লর্ড অফ দ্য রিংস’ নিয়ে তিনটি ফিল্ম নির্মাণ করেছেন যে ফিল্ম তিনটি প্রায় তিনশ’ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হয়ে আয় করেছে প্রায় তিন বিলিয়ন ডলার। এই ফিল্ম তিনটি মুক্তি পেয়েছে ২০০১ থেকে ২০০৩...