একুশের বিশেষ নাটক স্বরে অ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনটিভিতে আজ দুপুর ১টায় প্রচার হবে বিশেষ নাটক ‘স্বরে অ’। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন, ইমন, সুমাইয়া শিমু, দিলারা জামান, জিয়াউল হাসান কিসলু, শাজাহান আলী সাজু, এমিলা, রীনা রহমান, সিদ্দিক মাস্টার প্রমুখ। ‘সাজু শিক্ষকতা করতেন। অবসরে যাওয়ার পর যে টাকা পেয়েছেন সেই টাকা দান করেছেন লাইব্রেরির বই কিনতে। তার মেয়ে পাখির স্বামী তাকে...