শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে হয়ে আসা উৎসবটি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি বিকেল ৪টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘ফেরেশতে’ সিনেমার প্রদর্শনীর মাধ্যমে উৎসব শুরু হবে। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু, ফারুক সুমন প্রমুখ। এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে সিনেমাটি।...