এবার যে পরিচালকের সিনেমায় শাহরুখ খান
সদ্য বিদায়ী বছরে বলিউড ছিল শাহরুখময়। বছর চারেক বাদে প্রত্যাবর্তন করেও শাহরুখ খান যেন অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছেন। বলিউডে কিং খানের রাজকীয় প্রত্যাবর্তন হয়েছিল ‘পাঠান’ দিয়ে আর হ্যাপি এন্ডিং টেনেছেন ‘ডানকি’ দিয়ে। সেই সাফল্যের রেশ থাকতেই নতুন সিনেমাতে যুক্ত হতে যাচ্ছেন শাহরুখ। রাজকুমার হিরানির পর এবার পরিচালক বিশাল ভরদ্বাজের সিনেমাতে দেখা যাবে কিং খানকে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিশাল ভরদ্বাজের নতুন...