নতুন মিউজিক ভিডিও লাভ ইউ জান
সম্প্রতি জে এল মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা’র নতুন মিউজিক ভিডিও ‘লাভ ইউ জান’। গীতিকার প¬াবন কোরেশীর কথা ও সুরে এবং অভিজীৎ চক্রবর্তী জিতুর সঙ্গীত আয়োজনে গানটিতে কন্ঠ দিয়াছেন রাইসা খান। মিউজিক ভিডিওতে প্রিয়া অনন্যার বিপরীতে ছিলেন মডেল সাজ্জাদ চৌধুরী। মিউজিক ভিডিওটি নির্মান করেছেন নির্মাতা এম এইচ রিজভী। প্রিয়া অনন্যা বলেন, রাইসা খানের গাওয়া গানটি...