ফিরে দেখা ২০২৩: দেশের শোবিজ হারিয়েছে যেসব তারকাদের
জীবন মানেই মৃত্যুর পথে ধীরে ধীরে এগিয়ে চলা। মৃত্যু বরাবরই কষ্টদায়ক, অপ্রত্যাশিত। তবে জন্মালে মরতে হবেই, এটাই চিরন্তন সত্য। যদিও এই সত্য মেনে নিতে কষ্টই হয় সবার। তবু যেতে হয়। চলে যায় মানুষ। রেখে যায় তার হাজারও স্মৃতি। প্রতি বছর বিনোদন অঙ্গনের অনেক প্রিয় মুখ না ফেরার দেশে পাড়ি জমান। ২০২৩ সালেও বিনোদন জগতের অনেক গুণীজনকে হারিয়েছে দেশ। প্রয়াতরা তাদের...