প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম বার জুটি : আসছে ‘অযোগ্য’
৫০তম বার পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণার রোম্যান্স, কৌশিকের পরিচালনায় আসছে ‘অযোগ্য’। গত বুধবার মুক্তি পেল ছবির অফিসিয়্যাল লোগো। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি তো দূর অস্ত পৃথিবীর কোনও প্রান্তের চলচ্চিত্র জগতেও এমন ঘটনা ঘটেনি, জানালেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর হাত ধরেই পর্দায় হাফ সেঞ্চুরি করে ফেলল প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে যোগ্য জুটির অন্যতম তাঁরা, এবার ‘অযোগ্য’ নিয়ে হাজির হচ্ছেন দুজনে। হ্যাঁ, এটাই দুজনের...