হারিয়ে যাচ্ছে পরিবারকেন্দ্রিক নাটক
একটা সময় অধিকাংশ নাটক নির্মিত পারিবারিক ও সামাজিক গল্প নির্ভর। এসব গল্পে আমাদের সমাজ ও পরিবারের বহুরূপী ঘটনার বহুরূপী চরিত্র উঠে আসত। প্রায় প্রতিটি নাটক ছিল, আমাদের চিরায়ত সংস্কৃতির ধারক-বাহক। কালক্রমে নাটকের সেই বৈশিষ্ট্য হারিয়ে গেছে। পরিবার ও সমাজের অধিকাংশ চরিত্র এসময়ের নাটকে অনুপস্থিত। অধিকাংশ নাটক নির্মিত হচ্ছে, প্রধান দুটি চরিত্রকে কেন্দ্র করে। পুরো নাটকজুড়ে থাকে নায়ক-নায়িকার প্রেমের প্যাঁচাল। দুই...