লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কারই শাকিরার!
২৪তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতলেন শাকিরা। বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার ১৭ নভেম্বর)) স্পেনের সেভিল শহরে পুরস্কার বিতরণ করা হয়েছে। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের বাইরে লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের জমকালো আসর বসলো। অনুষ্ঠানের শুরুতে ছিলো গতবারের বর্ষসেরা অ্যালবাম পুরস্কারজয়ী স্প্যানিশ গায়িকা রোসালিয়ার পরিবেশনা। ফ্ল্যামেনকো শিল্পের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি গেয়েছেন ‘সে নস রম্পিও এল আমর’ (আওয়ার লাভ হ্যাজ ব্রোকেন) শিরোনামের...