ছবি তুলতে চাওয়ায় ভক্তকে চড় মারলেন রেখা!
বলিউডের ‘চিরসবুজ’ অভিনেত্রী রেখা। বয়স ৭০ ছুঁইছুঁই হলেও রুপ-লাবণ্যে তরুনদেরও হার মানায় তিনি। তার ভক্তের তালিকায় আছেন গোটা দেশের দর্শক। এখনও এক ঝলক দেখতে পেলে তাকে ঘিরে ধরেন ভক্তরা। যে কোনও অনুষ্ঠানে তার ছবি তুলতে মুখিয়ে থাকেন চিত্রগ্রাহকেরা। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের ছবি তোলার পরে তার সঙ্গে ছবি তোলার আবদার করেছিলেন এক ভক্ত। কিন্তু ভক্তের বায়না শুনে সেখানেই তাকে চড়...