স্নায়ুর বিরল রোগে চলে গেলেন অভিনেত্রী স্যান্ড্রা বুলকের সঙ্গী ব্রায়ান
‘এএলএস হল বিরল স্নায়বিক রোগ যা মোটর নিউরনগুলিকে প্রভাবিত করে। মস্তিষ্ক এবং মেরুদ-ের স্নায়ু কোষগুলি যেগুলি স্বেচ্ছাসেবী পেশীর কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে, সেগুলিকে প্রভাবিত করে। স্বেচ্ছাসেবী পেশী হল সেগুলি, যার মাধ্যমে আমরা চিবানো, হাঁটা এবং কথা বলা, নড়াচড়া করি। এএলএস এর কোনও নিরাময় নেই।’ স্নায়ুর এক বিরল রোগে ভুগছিলেন বেশ কয়েকবছর। প্রয়াত হলিউড অভিনেত্রী স্যান্ড্রা বুলকের দীর্ঘদিনের সঙ্গী ব্রায়ান র্যান্ডাল। বেশ...