টাইম স্কয়ার বিলবোর্ডে বাংলাদেশি শিল্পী মুজার ছবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারকে বলা হয় বিশ্ব বিনোদনের অন্যতম কেন্দ্র। পৃথিবীর কেন্দ্রস্থল’খ্যাত টাইমস স্কয়ারে কোনো সিনেমা কিংবা গানের প্রচারণা মানে সেটা বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছে যাওয়া। কিছুদিন আগে, সেখানে প্রদর্শিত হয় ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার। এবার সেখানে ভেসে উঠল, নয়া দামান’খ্যাত বাংলাদেশি-মার্কিন সংগীতশিল্পী মুজার ছবি। এ শিল্পীর ছবির ওপরে লেখা, ‘স্পটিফাই, দেশি হিটস।’ আর ছবির নিচে লেখা ‘মুজা।’
বিলবোর্ডের সেই ছবিটি...