দেবের প্রযোজনায় ‘দ্রৌপদী’তে রুক্মিণী মিত্র!
এবার মহাভারতের কাহিনী রূপালি পর্দায় নিয়ে আসছেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। প্রযোজক দেবের ‘দ্রৌপদী’ হচ্ছেন রু´িণী মিত্র। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং প্রমোদ ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ম্যাগনাম ওপাস। এই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে জনপ্রিয় লেখক প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস ‘যাজ্ঞসেনী’ অবলম্বনে। দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি দিয়ে ‘মহাভারত’-এর কাহিনী এই উপন্যাসে কলমবন্দি করেছেন লেখক। এবার তা সেলুলয়েডের পর্দায় তুলে ধরবেন রামকমল।...