প্রকাশ্যে ‘জাওয়ান’র প্রথম গান, শাহরুখের নজরকারা পারফরম্যান্স
মুক্তির অপেক্ষায় বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জাওয়ান’। সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। এবার সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিলেন নির্মাতারা। সিনেমাটির প্রথম গান ‘জিন্দা বান্দা’ প্রকাশ্যে আনলেন তারা। সোমবার (৩০ জুলাই) দুপুরে হিন্দিতে ‘জিন্দা বান্দা’, তামিল ভাষায় ‘ভান্দা এদাম’ এবং তেলেগুতে ‘ধুম্মে ধুলিপেলা’ শিরোনামে মুক্তি পেয়েছে গানটি। আর প্রকাশের পর মুহূর্তের মধ্যেই সরগরম অনলাইন দুনিয়া, ভাইরাল...