কলকাতায় শুরু হচ্ছে পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
পঞ্চমবারের মতো কলকাতার নন্দনে শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। আগামী ২৮ জুলাই থেকে শুরু হবে চার দিনব্যাপী এই উৎসব। এবারের আয়োজনে প্রদর্শনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে ৪৫টি সিনেমা। এর মধ্যে রয়েছে ৩৮টি পূর্ণদৈর্ঘ্য, ৫টি প্রামাণ্যচিত্র ও ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রাথমিক এই তালিকায় সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘লাল শাড়ি’ ও ‘প্রহেলিকা’র নাম আছে। এ ছাড়া আরও রয়েছে,...