কাকে ‘জুতার বাড়ি’ খাওয়াতে চাইলেন পরীমনি!
চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজের মোবাইল ফোন থেকে ফেসবুকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালসহ আরো কয়েকজনের ছবি ও ভিডিও পোস্ট করা নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। নানা বিতণ্ডা, মান-অভিমান; এসবের পর আর এক সঙ্গে থাকছেননা রাজ-পরীমনি। এত সংকট তৈরি হলো যাকে ঘিরে সেই সুনেরাহ কিন্তু রাজকে ‘ভালো বন্ধু’ হিসেবেই আখ্যা দিয়ে আসছেন। রাজও বলছেন একই কথা। তবে এবার হাওয়া বইছে অন্যদিকে। এবার...