ইনেস দে রামনের সঙ্গে প্রেম করছেন ব্র্যাড পিট!
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল দুজনকে ঘিরে। একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন, ডেট করছেন। তবে এবার গুঞ্জনই সত্য হতে যাচ্ছে। নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনতে যাচ্ছেন হলিউড তারকা ব্র্যাড পিট (৫৯) ও জুয়েলারি ডিজাইনার ইনেস দে রামন (৩২)। সম্প্রতি রামনকে ব্র্যাড পিটের নামের প্রথম অক্ষর সংবলিত একটি নেকলেস পরতে দেখা গেছে। অনুরাগীরা ধারণা করছেন, প্রেমিকের প্রতি ভালোবাসা জানাতেই এমন নেকলেস...