লাইভে চুমু কাণ্ড: ‘বিগ বস’ থেকে বহিষ্কৃত আকাঙ্ক্ষা
গত ১৭ জনু শুরু হয়েছে রিয়েলিটি শো ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজন। এটি সঞ্চালনা করছেন বলিউড অভিনেতা সালমান খান। এদিকে ‘বিগ বস ওটিটি ২’ থেকে বহিষ্কার করা হয়েছে আকাঙ্ক্ষা পুরিকে। সালমান খান নিজে এই কথা ঘোষণা করেন। গত সপ্তাহে একটি টাস্ক করতে গিয়ে লাইভ ক্যামেরার সামনে তিনি জাদ হাদিদকে জড়িয়ে ধরে গভীর ভাবে চুমু খান।
এর আগে চলতি সপ্তাহে অভিষেক মালহান,...