আবারো প্রকাশ্যে সালমানকে হত্যার হুমকি!
একাধিকবার একাধিক ব্যক্তির কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন বলিউড ভাইজান সালমান খান। এর মধ্যে সবচেয়ে আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। তিনি রীতিমতো প্রকাশ্যে সালমানকে হত্যার হুমকি দিয়েছেন। এবার লরেন্সের ঘনিষ্ঠ আরেক গ্যাংস্টার গোল্ডি ব্রারও একই হুমকি দিলেন। কানাডা-ভিত্তিক পলাতক গ্যাংস্টার গোল্ডি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সালমান খান রয়েছেন তাদের হত্যা তালিকায়।
গোল্ডি বলেন, ‘আমরা সালমানকে হত্যা করব, ওকে মারবই মারব। ভাইসাব (লরেন্স...