ভারতে এবার ‘৭২ হুরাইন’-এর টিজার নিয়ে বিতর্ক
ভারতে এখনও শেষ হয়নি ‘দ্য কেরালো স্টোরি’ বিতর্ক। এর মাঝেই মুক্তি পেতে চলেছে আরও একটি বিতর্কিত সিনেমা। যার নাম ‘৭২ হুরাইন’। গত রবিবার (৪ জুন) ছবিটির ফার্স্ট লুক টিজার প্রকাশের পর থেকেই নেটিজেনদের দাবি, আরও একটি ‘প্রোপাগান্ডা’ সিনেমা আসতে চলেছে।
সঞ্জয় পূরণ সিং চৌহানের ‘৭২ হুরাইন’ সিনেমার ফার্স্ট লুক টিজারে উঠে এসেছে ওসামা বিন লাদেন, আজমল কাসাব, ইয়াকুব মেনন, মাসুদ আজহার,...