আমেরিকার সম্পদশালী নারীর তালিকায় রিহানা-টেলর-বিয়ন্সে
বিশ্বজুড়ে যেমন ছড়িয়েছেন সুরের মুর্চ্ছনা, তেমনি উদ্যোক্তা হিসেবেও সুনাম রয়েছে রিহানা, বিয়ন্সে এবং টেলর সুইফটের মতো সঙ্গীত তারকার। এবার ফোর্বসের মর্যাদাপূর্ণ আমেরিকার সবচেয়ে ধনী স্ব-নির্মিত নারীদের তালিকাতেও আধিপত্য বিস্তার করেছেন এই তিন পপতারকা। এই র্যাঙ্কিংয়ে প্রতিভাবান শিল্পীদের অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের পাশাপাশি তাদের বিপুল সম্পদ এবং প্রভাবও তুলে ধরা হয়। এছাড়া এবছর এই সম্মানজনক তালিকায় তাদের সাথে যোগ দিচ্ছেন বিনোদন জগতের...