জনপ্রিয় নাট্যনির্মাতা মোহন খান আর নেই
জনপ্রিয় নাট্যনির্মাতা মোহন খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মোহন খানের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মোহন খানের ভাগনে তুষার খান জানান, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মাসখানেকের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন...