অর্থ জালিয়াতির মামলায় আমিশার জামিন আবেদন বাতিল
আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গাদার ২’। তাই সিনেমাটির প্রচারে বেজায় ব্যস্ত এখন আমিশা প্যাটেল। তার মাঝেই বড় ধাক্কা খেলেন অভিনেত্রী। চেক বাউন্স ও আড়াই কোটি টাকা প্রতারণার মামলায় রাঁচি আদালতে নামঞ্জুর হলো নায়িকার জামিন আবেদন। সোমবার (৭ আগস্ট) বিচারক ডিএন শুক্লার এজলাসে এই মামলার শুনানি হয়।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন শুনানি...