অস্কারে বিভ্রান্তি: ব্রাজিলিয়ান মডেলের নামে দীপিকার ছবি
গেল বছরে কান চলচ্চিত্রে উৎসবে জুড়ি মেম্বার হিসেবে ভারতকে উপস্থাপন করেছিলেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। এছাড়াও উপস্থিত ছিলেন ফিফা ট্রফি উদ্বোধনের মাঠেও। সব ছাপিয়ে এবার তিনি উঠলেন অস্কারের মঞ্চে, উপস্থাপক হিসেবে। আর তার কালো পোশাকের ঝলকে মুগ্ধ দর্শক। কিন্তু তাকে চিনতেই পারল না অস্কারের রেড কার্পেটে উপস্থিত সব আন্তর্জাতিক সংবাদ সংস্থা!
বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্কার মঞ্চে দীপিকা উঠতেই হাততালিতে...