আসন্ন ‘জেমস বন্ড’-এ প্রধান ভিলেন হেনরি ক্যাভিল
সাম্প্রতিক সময়ে হেনরি ক্যাভিলের নাম বারে বারে শিরোনামে আসছে তার সম্ভাব্য ফিল্ম নিয়ে। বিশেষ করে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স (ডিসিইইউ) ছাড়ার ঘোষণা দেবার পর থেকেই তাকে নিয়ে বেশি আলোচনা। ডিসির সুপারম্যান চরিত্রে অভিনয় করেই তার খ্যাতি। তাকে নিয়ে বেশ কিছু সম্ভাবনাময় ফিল্মের নাম পচিারিত হবার পর এবার শোনা যাচ্ছে, তাকে আসন্ন ‘জেমস বন্ড’ ফিল্মে নেবার সম্ভাবনা দেখা দিয়েছে। জেমস বন্ড ফিল্মে...