যে কারণে নাচতে গিয়ে মঞ্চে পড়ে গেলেন নিরব-অপু
ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে ‘বিয়াইনসাব’ গান। তালে তালে নাচছেন চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাথে আছে আরও সঙ্গী। নাচের তাল মেলাতে হঠাৎ অপুকে উঁচু করতে যান নিরব। আর তখনই ঘটে বিপত্তি। অপুকে কোলে তুলতে গিয়ে ভার সামলাতে না পেরে পড়ে যান মঞ্চে। নিরব-অপু পড়ে যাওয়ার পরই অনুষ্ঠানের লোকজন তাদের কাছে ছুটে আসেন এবং দুজনকে টেনে তোলেন। এমনই এক ভিডিও ঘুরছে...