বলিউডের তিন খানকে হিংসা করেন রণবীর কাপুর!
২০২২ সালটা বলিউডের জন্য মোটেই ভালো যায়নি। তবে রণবীর কাপুরের জন্য বিষয়টা একটু আলাদা ছিল। গত বছরে মুক্তি পাওয়া রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১’ সিনেমাটি বক্স অফিসে হিট করে। ব্যক্তিগত জীবনে বিয়ে করেন বহুদিনের প্রেমিকা আলিয়া ভাটকে। তাদের মেয়ে রাহার জন্মও হয় ২০২২ সালে। এদিকে বর্তমানে তার নতুন সিনেমা ‘তু ঝুঠি ম্যায় মক্কার’র সাফল্য নিয়ে মেতে আছেন রণবীর।
এতো ব্যস্ততার...