যুক্তরাষ্ট্রের ওটিটিতে কাজ করছেন নুহাশ হুমায়ূন
যুক্তরাষ্ট্রের লেখকসংঘ রাইটার্স গিল্ড অফ আমেরিকা ওয়েস্টের সদস্য হয়েছেন বাংলাদেশের তরুণ পরিচালক প্রখ্যাত লেখক-ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। এক মেম্বারশিপের আবেদনের প্রেক্ষিতে মার্কিন এই সংঘটির সদস্য হন বলে তিনি জানান। নুহাশ বলেন, হলিউডের বেশ কিছু প্রজেক্টে আমি কাজ করেছি, তারপর মেম্বারশিপের জন্য আবেদন করেছিলাম। বৃহ¯পতিবার খবর পাই যে আমাকে মেম্বারশিপ দেওয়া হয়েছে। এটা অন্যরকম অনুভূতি। আমার কাছে খুব ভালো...