কানাডায় ৬ষ্ঠ সম্মিলিত বাংলা মেলায় পারফর্ম করবেন বেবী নাজনীন
আগামী ৩১ আগষ্ট কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ সম্মিলিত বাংলা মেলা।টরেন্টোর বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠেয় বাংলা মেলায় পারফর্ম করবেন ব্লাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীন। বর্তমানে তিনি আমেরিকার নিউ ইয়র্কে অবস্থান করছেন। ৩০ আগষ্ট কানাডার উদ্দ্যশে রওয়ানা হবেন তিনি। বাংলা মেলার অন্যতম সমন্বয়ক দীন ইসলাম জানিয়েছেন, মেলা থেকে আয়ের একটি অংশ বাংলাদেশে ভয়াবহ বন্যা আক্রান্তদের সহায়তায় পাঠানো হবে। সংগীতানুষ্ঠানের...