গানে ফিরছেন ফারদিন
সঙ্গীতশিল্পী ফারদিনের শ্রোতাপ্রিয় একটি গান মিথ্যে ভালোবাসা-২। গানটি তার নিজের লেখা এবং সুর করা। বাংলাদেশ এবং ভারতে গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। এবার তার গাওয়া গান ‘মিথ্যা ভালবাসা’ দিয়ে নতুন করে ফিরছেন। গানটির মডেলও তিনি নিজে হয়েছেন। গানটির কথা ও সুর করেছেন ফারদিন নিজে। গানটিতে তার বিপরীতে অভিনয় করেছেন দেওয়ান সালিমা দেওয়ান ও নুসরাত। মিউজিক ভিডিওটির পুরো দৃশ্য ধারণ হয়েছে রাজশাহীতে।...