টফি-তে অরিজিনাল ওয়েব সিরিজ রইলো বাকি দশ
দেশের শীর্ষ স্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি-তে অরিজিনাল ওয়েব সিরিজ ‘রইলো বাকি দশ’-এর প্রিমিয়ার হয়েছে। শাহাজাদা শহিদের লেখা সিরিজটি পরিচালনা করেছেন মাসুদ জাকারিয়া সাবিন। ১০ পর্বের সিরিজটিতে অভিনয় করেছেন এফএস নাঈম, অর্চিতা ¯পর্শিয়া, জিয়াউল রোশান, আহসান হাবিব নাসিম, নাদের চৌধুলী, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, সিরিজটির টানটান উত্তেজনার গল্প দর্শকদের নড়েচড়ে বসতে বাধ্য...