ওয়াশিংটন ডিসি: স্টেট ডিপার্টমেন্টের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশের একাংশ
০২ নভেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম
ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলা, গুলিবর্ষণ ও নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং গ্রেফতারের প্রতিবাদ এবং তত্ত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবীতে যুক্তরাষ্ট্র বিএনপি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ষ্টেট ডিপার্টমেন্টের সামনে সোমবার অপরাহ্নে (৩০ অক্টোবর) বিক্ষোভ ও সমাবেশ করেছে। মেরিল্যান্ড ষ্টেট বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। নিউইয়র্ক সহ বিভিন্ন রাজ্য থেকে বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী লীগ সরকার বিরোধী প্লাকাড-ফেস্টুন নিয়ে সমাবেশে অংশ নেন এবং দলের পক্ষে ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে আব্দুল লতিফ স¤্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লুর ও মিজানুর রহমান ভূইয়া মিল্টন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর, গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক ওলিউল্লাহ আতিকুর রহমান ও সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, ওয়াশিংটন ডিসি বিএনপি’র সভাপতি হাফিজ খান সোহায়েল ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)-এর আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম, নিউইয়র্ক মহানগর (উত্তর)-এর আহ্বায়ক আহবাব চৌধুরী খোকন প্রমুখ।
সমাবেশে বক্তারা তাদের ভাষায় ‘ভোটার বিহীন নির্বাচন’-এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবিলম্বে পদত্যাগ করার দাবী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতার দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবী করেন।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন খোকন বলেন, শুধু বিএনপি নয়, আজ দেশের মানুষ অবিলম্বে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। গণতান্ত্রিক বিশ্ব একই দাবিতে সরকারকে বার বার সতর্ক করছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধা ও গ্রহণযোগ্য নির্বাচন করা নিয়ে নতুন ভিসানীতি ঘোষণা ও কার্যকর করেছে। এমন সময়ে বিএনপি’র শান্তিপূর্ণ মহাসমাবেশ সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বর্তমান আওয়ামী লীগ সরকার নির্যাতন-গ্রেফতার বাড়িয়েছে। তিনি অবিলম্বে শেখ হাসিনা সরকারকে নির্যাতনের পথ পরিহার করে পদত্যাগের আহবান জানান।
আব্দুল লতিফ স¤্রাট বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেশে জনগনের সাথে প্রবাসী বাংলাদেশীরাও জেগে উঠেছে। বিএনপি’র জনপ্রিয়তায় সরকার হতাশ হয়ে দরীয় নেতা-কর্মীদের উপর জুলুম-নির্যাতন, গ্রেফতার, হত্যা-মামলার পথ বেছে নিয়েছে। কিন্তু সরকারের কোন বাধাই আর জনগণন সহ্য করবে না। তিনি তত্ত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবী করেন।
গিয়াস আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনোভাবেই বাংলাদেশ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেফতার ও মহাসমাবেশে গুলিবর্ষণের তীব্র তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং সরকারকে গণতন্ত্রের পথে হাটার আহবান জানান।
জিল্লুর রহমান জিল্লু বলেন, শেখ হাসিনার সরকরের পায়ের তলায় মাটি নেই, দেশের অধিকাংশ মানুষের সমর্থন নেই। তাই সরকারের হাজারো বাধা-বিপত্তির পরাও বিএনপি’র সমাবেশে লাখো মানুষের সমাবেশ ঘটছে। তিনি বলেন, সরকার গায়ের জোরে, পুলিশের জোরে ক্ষমতায় বসে রয়েছে। কিন্তু সেই দিন বেশী দূরে নেই যেদিন আওয়ামী লীগতে বিদায় নিতে হবে। তিনি দলীয় চেয়ারপার্সন ও মহাসচিব সহ গ্রেফতারকৃত দলের সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেন।
মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেন, দেশ-দেশের জনগণকে রক্ষা করতে হলে শেখ হাসিনা সরকারের পদত্যাগের বিকল্প নেই। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের নিন্দা জানিয়ে বলেন, তিনি একজন ভদ্র-মার্জিত রাজনীতিবিদ। তার মতো নেতাকে ন্যাক্কারজনক ও অগণতান্ত্রিকভাবে গ্রেফতার করা হয়েছে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল সহ গ্রেফতারকৃত দলের সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেন।
সমাবেশে দলের উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাাপতি শরাফত হোসেন বাবু, নিউজার্সী ষ্টেট (নর্থ) বিএনপি’র আহবায়ক সৈয়দ জুবায়ের আলী, বিএনপি নেতা শাহ রন, যুক্তরাষ্ট্র যুবদলের বিদায়ী সভাপতি জাকির এইচ চৌধুরী, যুবদল নেতা আবুল কাশেম, আমানত হোসেন আমান, কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান, মহিলা দল নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন প্রমুখ।
বিভাগ : প্রবাস জীবন
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তাইওয়ানের আকাশে চীনা বেলুনের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ
বাগেরহাটের মোরেলগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কেরানীগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
মানিকগঞ্জে বাঘুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আইয়ূব ভাদুরী গ্রেফতার
পবিপ্রবিতে র্যাগিংয়ের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন ; বহিষ্কার ৭ শিক্ষার্থী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা রাজ্জাক গ্রেফতার
ব্যাটারিচালিত রিকশা চলবে : হাইকোর্টের রায় স্থগিত
বিশ্ববিদ্যালয় দিবসে ইবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
মোল্লা কলেজে অর্ধশতাধিক শিক্ষার্থী ভবনে আটক, আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন
শহীদের রক্তের ঋণ পরিশোধে কাজ করে যাবো: ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইবি ভিসি
মোল্লা কলেজে ব্যাপক হামলা-ভাঙচুর
ব্রিটেনে ঝড় বার্টের তাণ্ডবে বহু প্রাণহানি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেয়েছেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক সাখাওয়াত হোসেন
অস্ট্রেলিয়াকে উড়িয়ে এগিয়ে গেল ভারত
সাভারে হেফাজতে ইসলামের নেতাকে হয়রানীর বিচার দাবীতে প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান
ফিলিপাইনে মার্কোসের ওপর হত্যার হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমানবন্দরে দুটি বিমান অবতরণ করতে পাড়ে নাই
সাটুরিয়ায় বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
শাকিবের 'বরবাদ' এ আইটেম গার্ল নুসরাত জাহান
ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৪৩ জন আত্মহত্যার চেষ্টা