শিশু দাঁতে আঘাত পেলে
একজন টডলার হলো একজন শিশু যার বয়স ১৮ থেকে ৪০ মাস। ‘টডলার’ শব্দটি এসেছে টডল থেকে যা বলতে বুঝায় ছন্দহীন হাঁটা বা হাঁটতে শিখা, হাঁটতে হাঁটতে পড়ে যাওয়া। এক কথায় হাঁটি হাঁটি পা পা বললে মন্দ হয় না। ১৮ থেকে ৪০ মাস বয়সের শিশুরা বিভিন্ন ধরনের আঘাত পেয়ে থাকে। এ বয়সের শিশুরা এদিক ওদিক ছুটাছুটি ও দৌড়াদৌড়ি করে থাকে। এ...