নারীদের দ্বিতীয় বয়ঃসন্ধি কি আসলে সম্ভব?
সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে অনেক নারী ‘দ্বিতীয় বয়ঃসন্ধির` অভিজ্ঞতার কথা বলছেন৷ টিকটকে এটি এখন জনপ্রিয় এক বিষয়৷ কিন্তু ‘দ্বিতীয় বয়ঃসন্ধি’ কি আদৌ বাস্তব?
১৯৩০-এর দশকে ভ্যাসেকটমি অস্ত্রপচারের পর দ্বিতীয় বয়ঃসন্ধির অভিজ্ঞতা লাভের কথা বলেছিলেন বিখ্যাত কবি ডাব্লিউ বি ইয়েটস৷ ইংরেজি ভাষাভাষীদের মধ্যে সম্ভবত এমন দাবি তিনিই প্রথম করেছিলেন, তবে শেষ নন৷ প্রায় ১০০ বছর পরে এসে ‘দ্বিতীয় বয়ঃসন্ধি` বিষয়টি টিকটকে হ্যাশট্যাগ...