আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন-২
(পূর্ব প্রকাশিতের পর) তত্ত্ব কথা : ৫. উস্তাদুনা সাইয়্যেদ মুফতী আমীমুল এহসান মুজাদেদ্দী, বরকতী (রহ.) বলেছেন : ‘ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা সুস্পষ্ট বিষয়। ধৈর্য ধরে অপেক্ষা করলে এক সময় তার উপর আল্লাহর রহমত নাজিল হয় এবং পরিণামে সে সকলকাম হয়। আর সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনার বিষয়টি অত্যন্ত সহজ। কেননা, নামাজ সকল প্রকার অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে,...