স্ক্রিন থেকে কিবোর্ড সবই ট্রান্সপারেন্ট, আশ্চর্য লুকের ল্যাপটপ নিয়ে এল লেনোভো
২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে প্রযুক্তি জগতের সবচেয়ে বড় ইভেন্ট মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪। এ বছর স্পেনের বার্সেলোনায় আয়োজন করা হচ্ছে। এই ইভেন্টে সারা বিশ্বের কোম্পানিগুলো তাদের পন্য আধুনিক প্রযুক্তিতে উপস্থাপন করছে। এরই ধারাবাহিকতায় আমেরিকান কোম্পানি লেনোভো একটি ল্যাপটপ নিয়ে এসেছে, যার ডিসপ্লে ও কিবোর্ডটিকে স্বচ্ছ।
লেনোভো এর এই অনন্য ল্যাপটপের নাম লেনোভো থিঙ্কবুক ট্রান্সপারেন্ট ডিসপ্লে। এতে, কোম্পানি একটি ১৭.৩ ইঞ্চি...