আত্মপ্রকাশ কৃত্রিম বুদ্ধিমত্তার ‘জিপিটি-৪’ চ্যাটবট, চ্যাটজিপিটির সঙ্গে কোথায় তফাৎ?
সম্প্রতি আত্মপ্রকাশ করেই সাড়া ফেলে দিয়েছিল গুগলের নতুন চ্যাটবট চ্যাটজিপিটি। এবার তাকে টেক্কা দিতে চলে এও আরও উন্নত জিপিটি-৪। যে সংস্থা চ্যাটজিপিটি তৈরি করেছে, সেই ওপেনএআই রিসার্চ কোম্পানিই এ নতুন চ্যাটবটের কারিগর।
চ্যাটজিপিটির সঙ্গে ঠিক কোন অংশে পার্থক্য এই নয়া চ্যাটবটের? কোম্পানির তরফে জানানো হয়েছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও ভালভাবে সমস্যার সমাধান করতে পারে। যে কোনও প্রশ্নের আরও...