মাদারীপুর পৌর সড়কে ছোট-বড় গর্ত
১১ আগস্ট ২০২৩, ০৮:৪২ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
মাদারীপুর পৌরসভার জনগুরুত্বপূর্ণ অনেক সড়ক এখন বেহাল দশা। সাম্প্রতিককালে ও চলমান বৃষ্টির পানিতে সড়কের বিভিন্নস্থানে ভেঙ্গে বড় বড় গর্ত খানাখন্দ সৃষ্টি হওয়ায় এতে জমে থাকছে পানি। দ্রুত সড়কগুলো মেরামত না হওয়ায় গর্তগুলো ক্রমশ বড় হচ্ছে। ফলে চলাচলে ভোগান্তিতে পড়ছেন যানবাহন চালক, যাত্রী ও পথচারীরা। রাস্তাগুলো সংস্কারের দাবি জানিয়েছে পৌরবাসীরা।
সরেজমিনে দেখা যায়, মাদারীপুর জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে পুরানবাজার। শুধু শহরবাসী নয় এ বাজারে জেলার ৪টি উপজেলার মানুষজনকেও নানা প্রয়োজনে আসতে হয়। এখানে কাঁচা-বাজার, আসবাবপত্র, ফার্নিচার, কাপড়, জুতা, স্যান্ডেলসহ সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে আসতে হয়। এছাড়া পুরানবাজারে জেলার বেশিরভাগ ব্যাংকগুলো গড়ে ওঠায় লেনদেনের জন্যও আসতে হয় বেশির ভাগ মানুষকে।
কালকিনি, রাজৈর উপজেলার লোকজনসহ শহরের পশ্চিম দিকের পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, ইটেরপুল, গোলাবাড়ি, থানতলী, পাকদী, খাগদী, চরমুগরিয়া, কুমারটেড, কালীরবাজার, শ্রীনদী, দুধখালী, মস্তফাপুর, ঘটকচরসহ বিভিন্ন এলাকার মানুষজন পুরানবাজার ঢুকতে শহীদ বাচ্চু সড়ক ব্যবহার করতে হচ্ছে। এছাড়া পুরাতন বিসিকে যাতায়াতের জন্যও এ সড়ক দিয়ে মালামাল আনা-নেওয়া করতে হয়। অথচ এত গুরুত্বপূর্ণ সড়কটির বেহালদশা অনেকদিনের।
পুরানবাজারের কাজীরমোড় এলাকার ফার্নিচার ব্যবসায়ী মো. নুরু হাওলাদার শহীদ বাচ্চু সড়কটির অবস্থা খারাপ হওয়ার কারণে ব্যবসায়ীক কাজের নানা সমস্যা হচ্ছে বলে মত প্রকাশ করে বলেন, সড়কের বেহাল দশার কারণে কাস্টমারও ঠিকমতো আসে না।
অটোচালক রুহুল আমিন বলেন, প্রায় সড়কটি রোজার ঈদের সময় ঠিক করার অল্প সময়ের মধ্যেই সড়কের ভয়াবহ অবস্থা হয়েছে।
শহরের আরেকটি গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে পুরানবাজারের রেন্ট্রিতলা সড়ক। সড়কটি দিয়ে পৌরসভার পূর্বে পানিছত্র, কুলপদ্বি, ছিলারচর, মঠেরবাজার, খোয়াজপুর এলাকাসহ শহরের পূর্ব ও দক্ষিণ দিকের সব মানুষজনকে যাতায়াত করতে হয়। এ সড়কের বিভিন্নস্থানে বড় বড় গর্ত হয়ে খোয়া পিচ ওঠে গিয়ে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ওই দুই সড়কের মাঝ দিয়ে পুরানবাজারের দিকে গেছে ডা. সিরাজুল ইসলাম তোতা ও আ. হামিদ সড়ক। এ সড়কেরও বেশ কিছু জায়গায় গর্ত ও খোয়া-পিচ উঠে গেছে। অপরদিকে শহরের উত্তরের বাসিন্দাদের সড়কগুলো দিয়েই সদর হাসপাতাল, থানাসহ জেলার বাইরে যেতে হচ্ছে। অথচ এত জনগুরুত্বপূর্ণ সড়কগুলোর এ অবস্থা হওয়ায় শহরবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সড়কটিরও দীর্ঘদিন ধরে বেহালদশা। সড়কজুড়ে ছোট-বড় গর্তসহ বিভিন্ন জায়গায় খোয়া ও পিচ উঠে গেছে। এতে বিদ্যালয়ে পড়া শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিদিনই পড়তে হচ্ছে ভোগান্তিতে। এছাড়া সড়কগুলোতে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। এছাড়া সড়কটিতে একটু বৃষ্টি হলেই পানিতে ভরে যায়। তখন পড়তে হয় আরও ভোগান্তিতে। জেলা সদরের একমাত্র সরকারি বালক বিদ্যালয়ের সড়কটির এ অবস্থা থাকায় সচেতনমহল ক্ষোভ প্রকাশ করেছেন।
ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আমান জানায়, আমাদের স্কুলের যাতায়াতের এ সড়কটির অবস্থা খুব খারাপ। সরকার দ্রুত মেরামতের ব্যবস্থা নিলে আমাদের উপকার হতো।
বিদ্যালয়ের সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াতকারী অভিভাবক ফাতিমা আক্তার বলেন, এ পথ দিয়ে প্রতিদিনই যাতায়াত করতে হয়। সড়কটির বিভিন্ন জায়গায় ভাঙা। বিদ্যালয়ের প্রধান গেটের সমানের সড়কও বেশ ভাঙা। তাই চলাচল করতে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে। প্রায় আমার বাচ্চার ড্রেস কাদা-মাটি লেগে নষ্ট হয়ে যায়। দ্রুত সড়কটি মেরামত দরকার।
মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর বাশার টফি বলেন, শহীদ বাচ্চু সড়কটি খুবই ব্যস্ততম। এখান দিয়ে বহু মানুষ ও যানবাহন চলাচল করে। বিশেষ করে বিসিকে যাতায়াতের জন্য ভারি যানবাহন চলাচল করে। এ সড়কের বেশ কিছু জায়গায় ড্রেন নেই। মূলত ওইসব জায়গায় বৃষ্টির পানি জমে গর্তের সৃষ্টি হয়েছে। কার্পেটিং সড়কের জন্যই দ্রুত এমন বেহাল দশা হয়।
মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ মো. আবুল কালাম বলেন, শহীদ বাচ্চু সড়কটি শিগগির মেরামত করা হবে। এরই মধ্যে ঠিকাদারকে বলা হয়েছে। বৃষ্টির কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি একটু কমলেই কাজ ধরা হবে। এছাড়া ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের সড়কে বড় প্রকল্পের কাজ হবে। তাই সেই প্রকল্পের কাজ এগুচ্ছে। আশা করছি সেপ্টেম্বরে এর জন্য টেন্ডারের আহ্বান করা হবে। পর্যায়ক্রমে শহরের যে সড়কগুলো ভেঙে গেছে সবগুলোই মেরামত করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে