তারাকান্দায় হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ
১২ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নে রাংসা নদীর ওপড় (তারাকান্দা-শ্যামগঞ্জ) রোডের মানিকদির নামকস্থানে পুরাতন ব্রিজ ভেঙে ফেলা হয়েছে। কাজ শুরুর কথা থাকলেও ১ বছরেও কাজ শুরু হয়নি নতুন ব্রিজের। প্রায় ৮ মাস আগে পুরাতন ব্রিজ ভেঙে ফেলা হয়। পরে মানুষের চলাচলের জন্য সেখানে করা হয় একটি বাঁশ ও কাঠের তৈরি বিকল্প সাঁকো। মৌসুমের শেষে এসে প্রবল বর্ষণে ও আশপাশের উপজেলায় সংগঠিত বন্যার পানি রাংসায় নামার ফলে সাঁকোটিও ভেঙে গেছে। যা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙ্গা বিকল্প সাঁকো পারাপারে ঘটতে পারে দুর্ঘটনা। এমন আশঙ্কা এলাকাবাসী।
তারাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি)’র কার্যালয় সূত্রে জানা গেছে, তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নে ৩৫ মিটার দৈর্ঘ্যে মানিকদির ব্রিজটি পুনর্নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে ৫ কোটি ২ লাখ ৫৯ হাজার ২৮৬ টাকা। যার চুক্তিমূল্য রয়েছে ৪ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার ৪০৯ টাকা। কাজ শুরু হবার কথা ছিলো ২০২৩ সালের অক্টোবর মাসে। সম্ভাব্য সমাপ্তির তারিখ ধরা হয়েছিলো ২০২৫ সালের এপ্রিল মাসে। তবে পুরাতন ব্রিজটি ভেঙে ফেলা ছাড়া বিগত ১ বছরে নতুন ব্রিজ তৈরিতে কোন কাজই শুরু করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এসআরএস কনস্ট্রাকশন।
স্থানীয় গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, তারাকান্দা থেকে শ্যামগঞ্জ হয়ে নেত্রকোনা জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য স্বল্পদৈর্ঘ্যরে এই রাস্তাটি ব্যবহার করে আসছেন তারা। নেত্রকোনাসহ আশপাশের জেলাগুলো থেকেও এই পথেই তারাকান্দা হয়ে দেশের বিভিন্নস্থানে যাতায়াত করে মানুষ। পুরাতন ব্রিজটি ভেঙে ফেলার কারণে বিপাকে পড়েছেন তারা। আগে ব্রিজটি দিয়ে ভারী যানবাহন চলাচল করলেও এখন তা সম্ভব নয়। বরং দু’পাড়ে দাঁড়িয়ে থেকে যাত্রী পরিবহণ করছেন চালকরা। বাঁশের সাঁকোতে পণ্য পরিবহনও ব্যাহত হচ্ছে। উৎপাদিত ফসল বাজারজাত করতে ভোগান্তিতে পড়েছেন। আগে তারাকান্দা বাজারে সরাসরি পণ্য পৌছাতে পারলেও এখন তা পারছেন না। অনেকটা পথ ঘুরে শ্যামগঞ্জ থেকে শম্ভুগঞ্জ হয়ে তারাকান্দা বাজারে পণ্য পৌছাতে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। প্রতিদিনই হাজার হাজার মানুষ এই ব্রিজটি পাড়ি দিয়ে তাদের গন্তব্যে যাতায়াত করে।
এ বিষয়ে স্থানীয় মানিকদির গ্রামের বাসিন্দা আবুল হাশিম বলেন, আগে পুরান ব্রিজটি দিয়ে সকল যানবাহন চলাচল করতে পারতো। আমরাও নির্বিঘেœ চলাচল করতাম। ব্রিজটি ভেঙে ফেলায় আমরা ভোগান্তিতে পড়েছি। নতুন করে ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।
এ বিষয়ে গালাগাঁও ইউপি সদস্য মো. ইয়াছিন আলী জানান, ব্রিজটি না থাকায় অনেক কষ্টে নদী পারাপার করছে সাধারণ মানুষ। বাঁশ-কাঠের সাঁকোটিও পানির তোড়ে ভেঙে গেছে। নৌকায় করে পারাপারে বাধ্য হচ্ছে হাজার হাজার মানুষ। মাঝে মধ্যে নৌকায় ঘটছে দুর্ঘটনা। উপজেলা প্রশাসনসহ সকলের কাছে দাবি নতুন ব্রিজের কাজটি দ্রুত শুরু করা হোক।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআরএস কনস্ট্রাকশনের প্রতিনিধি লিটু জানান, বর্ষা মৌসুমে কাজ করা সম্ভব নয়। বর্ষা শেষ হলেই কাজ শুরু করা হবে। আমরা বাঁশ-কাঠের যে সাঁকোটি উপজেলা প্রশাসনের মাধ্যমে নির্মাণ করে দিয়েছিলাম সেটিও ভেঙে গেছে। এখন আমাদের কিছু করার নেই।
এ প্রসঙ্গে তারাকান্দা এলজিইডি’র উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন বলেন, পানি না কমার কারণে আসছেনা ঠিকাদারি প্রতিষ্ঠান। পানি কমার সাথে সাথেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ শুরু করবে। তখন ভালো করে মাটি দিয়ে ডাইভারশন করে দিলে যানবাহন চলাচলে সুবিধা হবে। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেয়া হচ্ছে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ