খানখন্দে সয়লাব হাতিয়ার প্রধান সড়ক : ঝুঁকি নিয়ে চলছে যান
১২ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ১২:১১ এএম
নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা-জাহাজমারা প্রধান সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত তিন মাসে অতিবৃষ্টি আর দমকা হাওয়ায় দ্বীপ উন্নয়ন সংস্থার দক্ষিণ পাশ এবং সাগুরিয়া এমরান সওদাগর স মিলের পশ্চিম পাশে কয়েকটি গাছ সমূলে রাস্তাসহ এর একাংশ ধসে পড়েছে। এতে মারাত্মক ঝুঁকির মধ্যে যানবাহন চলাচল করছে।
নোয়াখালীর হাতিয়া উপজেলা নলচিরা-জাহাজমারা-সিডিএসপি বাজার পর্যন্ত ৪০ কিলোমিটারের প্রধান সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং ওঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ কারণে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে যানবাহন ও যাত্রীরা।
সরেজমিনে সড়কের বিভিন্ন অংশ ঘুরে খানাখন্দের কারণে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়। ধাপে ধাপে ভারী বর্ষণে সৃষ্টি হওয়া খানাখন্দের ফলে চলাচলরত যানবাহন ধীরগতিতে চলছে।
এ সড়ক দিয়েই নৌঘাট থেকে উপজেলার সকল পণ্যবাহী নসিমন, লরি, ভ্যান, ট্রাক, যাত্রীবাহী বাস, সিএনজি ও অটোরিক্সাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। জনস্বার্থের বিষয়টি বিবেচনায় এনে জরুরিভিত্তিতে এ সড়কের গর্ত ও খানাখন্দ মেরামত করার জোর দাবি জানান ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসী।
সিএনজি চালক ইমন ও সৌরভ বলেন, ভাঙাচুরা রাস্তায় গাড়ি চালাতে আমাদের খুব কষ্ট হচ্ছে, এক্সিডেন্ট হচ্ছি, গাড়ির বডি ও নাট-বল্টু খুলে যাচ্ছে। গর্তগুলো রাতেরবেলা মরণফাঁদ হয়ে দাঁড়াচ্ছে। এ গর্ত ও খানাখন্দকগুলো মেরামত না করায় প্রায়ই ছোট-বড় যানবাহন উল্টে গিয়ে দুর্ঘটনায় পড়ছে। স্থানীয় সোহরাব হোসেন বলেন, রাস্তার একাংশসহ গাছ ধসে পড়ার একমাস গত হলেও এখন পর্যন্ত এর মেরামতের ব্যবস্থা নেননি কেউই।
সমাজকর্মী দুলাল বলেন, খানাখন্দর কারণে এ সড়ক দিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব গর্তে অনেক সময় গাড়ি আটকে নষ্ট হয়ে যাচ্ছে। হাসপাতালে রোগী আনা-নেয়া করাও দুষ্কর হয়ে পড়েছে। জনদুর্ভোগ লাঘবে জরুরিভিত্তিতে এ সড়কের খানাখন্দে ও গর্তগুলো মেরামত করার দাবি জানাচ্ছি।
এ প্রসঙ্গে নোয়াখালীর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার বলেন, বন্যা ও অতি বৃষ্টিতে প্রায় এলাকায় রাস্তার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এক্ষেত্রে মেরামতের জন্য ব্যাপক অর্থের প্রয়োজন। কিন্তু আমাদের অর্থ সংকট রয়েছে। তবুও ঝুঁকিপূর্ণ অংশসমূহ মেরামতের ব্যবস্থা করা হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ