এবার পূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে
১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার পূঁজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এরআগে ২ থেকে ৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হতো। তাছাড়া এবার পূজায় প্রশাসনও আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের সিরাজদিখান কেন্দ্রীয় দূর্গা মন্দিরের পূঁজাম-প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এরআগে স্বারষ্ট্র উপদেষ্টা জেলার শ্রীনগর উপজেলার দু’টি মন্দির পরিদর্শন করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট বিউটি আক্তার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মো. সুমন মিয়া, সিরাজদিখান উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সিরাজদিখান কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক ডা. দেবব্রত ঘোষ প্রমুখ।
এদিকে শ্রীনগর (মুন্সিগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল শনিবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তিনি শ্রীনগরে পৌছেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মহিন উদ্দিন ও শ্রীনগর থানার ওসি ইয়াসিন মুন্সি পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধিগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ছাত্রসমাজ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি সংক্ষিপ্ত সফরে শ্রীনগর ইউনিয়ন ও হাসারা ইউনিয়নের দুটি মন্ডপ পরিদর্শন করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, এবারের দুর্গাপূজায় প্রায় দিগুণ বরাদ্দ দেওয়া হয়েেেছ। তিনি বলেছেন, সরকার প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়াও এবার পূজায় নিরাপত্তা অন্যান্য সময়ের চেয়ে বেশি। প্রশাসনও আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।
পূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ও জেলা প্রশাসক মহোদয় সন্তোষ প্রকাশ করেন।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ