গৌরনদী পৌর সড়কের করুণ দশা
১৫ অক্টোবর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ১২:০৬ এএম
গৌরনদী পৌরসভার বেশির ভাগ পাকা সড়কের বেহাল দশা। খানাখন্দ ও গর্তে ভরা এসব সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে জনসাধারণ। জনমনে বাড়ছে ক্ষোভ। নির্মিত রাস্তা টেকসই হয় না ২/১ বছর। সৃষ্টি হয় খানাখন্দ।
গৌরনদী পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে গৌরনদী পৌরসভা ১৭.১২ বর্গ কিলোমিটার জায়গা নিয়ে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস এই পৌরসভায়। মোট ভোটার সংখ্যা প্রায় ৩৬ হাজার। পৌরসভাটি ‘গ’ শ্রেণি থেকে ১৯৯৯ সালে ‘খ’ শ্রেণিতে এবং ২০০৯ সালে ‘ক’ শ্রেণিতে উন্নিত হয়েছে তাও এক যুগ আগে। পৌরসভার শ্রেণি পরিবর্তন হলেও পৌরবাসীর ভাগ্যের পরিবর্তন হয়নি। এই পৌরসভার প্রায় রাস্তাই পাকা ও আধা পাকা রাস্তার বেশির ভাগই খানাখন্দ ও গর্তে ভরা। পরিকল্পিত সড়ক নির্মাণ ও পানি নিস্কাসনের অভাবে এমন সমস্যা হয় বলে জানিয়েছেন পৌর প্রকৌশল বিভাগ।
পৌর এলাকার ভ্যানচালক জালাল ফকির জানায়, সে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা। প্রতিদিন যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়াই তার কাজ। পৌরসভার অলিগলি তার চেনা। তবে পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে কয়েকটি রাস্তা ছাড়া গাড়ি চলাচলের উপযোগী আর কোন রাস্তা তার চোখে পড়েনি। বিভিন্ন পাইকারী দোকান থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে মালামাল পৌঁছানের কাজে নিয়োজিত ভ্যানচালক লিখন খান জানায়, গৌরনদী পৌরসভার বড়কসবা, ছোটকসবা, বেকীনগর, রামনগর, সুন্দরদী, ছাগলহাট, মিঠা পট্রি, টরকী বন্দর চৌরাস্তাসহ পৌরসভার বিভিন্ন রাস্তায় ঝুঁকি নিয়ে মালামাল বহন করি। রাস্তার অবস্থা এতোই খারাপ যা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। এই সকল রাস্তায় গেলেই ফিরে এসে ভ্যান মেরামত করতে হয়। রাস্তা খারাপ হওয়ার কারণে পরিশ্রম ও বেশি হয়।
গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. খোকন সিকদার বলেন, ড্রেনেজ কাজ চলমান অতি তারাতাড়ি রাস্তায় জমে থাকা পানির সমস্যার সমাধান হবে। পরবর্তীতে পরিকল্পিত ড্রেনেজ ও আরসিসি রাস্তা নির্মাণ করা হলে এ সমস্যার সমাধান হবে।
গৌরনদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল ইসলাম বলেন, গৌরনদী পৌরসভার পানি নিস্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনেজ কার্যক্রম শুরু হয়েছে। যে সকল রাস্তায় খানাখন্দ দেখা দিয়েছে সে সকল স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এজন্য জনসাধারণকে ধৈর্য্য ধারণ করতে হবে।
বিভাগ : অভ্যন্তরীণ
মন্তব্য করুন
আরও পড়ুন
রানআউট হজ,লুইসের ব্যাটে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
জমকালো 'কনটেনন্ডার সিরিজ',কে কার বিপক্ষে লড়বেন?
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
দেশনেত্রীর প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান
বিচার, সংস্কার ও নির্বাচনসহ সরকারের কাজের পরিধি বিশাল
অদক্ষ ফার্মাসিস্ট দ্বারাই চলছে ফার্মেসি
নির্বাচন কমিশন গঠন : গণতন্ত্রের পথে যাত্রা শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
দৈনন্দিন জীবনে ইসলাম
মসজিদে পরে এসে ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে যাওয়া জায়েজ নেই
দুনিয়া ও আখেরাতের জন্য সুন্দর জীবন এবং কৃতজ্ঞতাবোধ
যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি
সালাম ইসলামী সম্ভাষণ রীতির এক উৎকৃষ্ট উদাহরণ
করিমগঞ্জের নাম কি আদৌ শ্রীভূমি দিয়েছিলেন রবীন্দ্রনাথ?
বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো চীন
মাছ ধরার নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ
যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও : বাড়ছে ভিড়
‘হাই অ্যালার্টে’ লন্ডন, মার্কিন দূতাবাসের সামনে নিয়ন্ত্রিত বিস্ফোরণ